পুলিশের পাড়া মিটিং-এ একাধিক অভিযোগ ওয়ার্ডবাসীর, দ্রুত অ্যাকশন পুলিশের

শিলিগুড়ি,৮ এপ্রিলঃ জনসংযোগ বাড়াতে শিলিগুড়িতে শুরু হয়েছে পুলিশের পাড়া মিটিং।আর সেই মিটিং- এ একের পর এক অভিযোগ তুলে ধরলেন স্থানীয়রা।অভিযোগ পেতেই এলাকায় অভিযান পুলিশের।


শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের শিশু উদ্যানে শিলিগুড়ি থানা ও স্থানীয় ওয়ার্ড কমিটির উদ্যোগে পুলিশের পাড়া মিটিং আয়োজিত হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।এছাড়াও স্থানীয় কাউন্সিলর তথা তিন নম্বর বরো চেয়ারম্যান মিলি সিনহা সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুলিশকে সামনে পেয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন এলাকাবাসীরা।স্থানীয়দের অভিযোগ,শিলিগুড়ি কলেজের পাশের রাস্তা নেশার আতুরঘরে পরিণত হয়েছে।রাত বাড়লেই সেখানে শুরু হয় নেশায় আসক্ত ছেলে মেয়েদের আনাগোনা।এছাড়াও প্রচন্ড আওয়াজ যুক্ত বাইকের দৌরাত্ম রয়েছে এলাকায়।এসবের প্রতিবাদ করতে গেলে মেলে প্রাণনাশের হুমকিও।এছাড়াও বাঘাযতীন পার্কের পেছনের রাস্তায় মনসা মন্দিরের গলিতে একাধিক বাড়িতে দিনের আলোতে চুরির ঘটনা ঘটেছে।রাস্তায় বাইকের দৌরাত্ম কমাতে স্পিড ব্রেকার এবং এলাকায়  সিসিটিভির মাধ্যমে প্রশাসনকে বিশেষ নজর রাখতে অনুরোধ করেন ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ শোনার পরই শনিবার সকালে এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ।


এবিষয়ে কাউন্সিলর মিলি সিনহা বলেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।শহরের বুকে যুবসমাজের দৌরাত্ম্য এবং তাদের নেশায় আসক্ত হওয়ার কথা এই মিটিংয়ে পুলিশকে জানানো হয়েছে।সব বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *