মানবিক পুলিশ,মধ্যরাতে পুলিশের সহযোগিতায় নতুন করে প্রাণ পেলেন শিলিগুড়ির ব্যক্তি

শিলিগুড়ি,৭ এপ্রিলঃ মধ্যরাতে হঠাৎ বুকে ব্যাথা, সঙ্গে শ্বাসকষ্ট।মরণাপন্ন অবস্থা শিলিগুড়ির নবগ্রামের বাসিন্দা দেবর্ষি কাননগোর।অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জায়গায় ফোন করেও মেলেনি সাহায্য।অবশেষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওয়েবপেজে গিয়ে একটি ফোন নম্বর নজরে পড়ে তার।সেখানেই ফোন করে নিজের অবস্থার কথা জানান দেবর্ষি বাবু।সঙ্গে সঙ্গে খবর পৌছায় এনজেপি থানার ওসি সমির তামাং এর কাছে।এরপরই দ্রুত পুলিশের একটি ভ্যান হাজির হয় দেবর্ষি বাবুর বাড়ির সামনে।


সাব ইন্সপেক্টর কমলেশ জোয়ারদার ও ভ্যানে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান।চিকিৎসকেরা জানান উচ্চ রক্তচাপ ও সুগার ফল করেছে দেবর্ষি বাবুর।শুরু হয় চিকিৎসা।যদিও বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।পুলিশের এহেন ভূমিকাকে স্যালুট জানিয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *