‘শিলিগুড়িতে রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল-বিজেপি দুই দলই দায়ী’-অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল শিলিগুড়ি ও ফুলবাড়ি এলাকা। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।পরবর্তীতে এই ঘটনার আঁচ এসে পড়ে শহরে।গতকাল মুখ্যমন্ত্রীর পোস্টার ছেড়া ও জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।এর বিরোধিতায় তৃণমূল কর্মীরাও একই পথে হাঁটেন বলে অভিযোগ।এই ধরণের  কর্মকান্ডের তীব্র ভাষায় সমালোচনা করলেন পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।শিলিগুড়িতে রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল-বিজেপি দুই দলই দায়ী এমনটাই জানান তিনি।


তিনি বলেন, ‘রাজনৈতিক তরজা থাকলেও এই ধরণের কর্মকান্ড শিলিগুড়িতে কোনদিন ঘটেনি।শান্তপ্রিয় এই ব্যবসায়ীক শহরকে রাজনৈতিক অশান্তি  ছড়াচ্ছে তৃণমূল ও বিজেপি।যা মানুষ কোনভাবেই মেনে নেবে না’।

এই ধরণের ঘটনার বিরুদ্ধে শহরবাসীকে প্রতিবাদ করার  আবেদন জানান তিনি। পাশাপাশি মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর উচ্চ পর্যায়ের তদন্ত দাবিও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *