পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভের ফলাফল, পরদিনই জল পেল ডারাগাঁও এর বাসিন্দারা

শিলিগুড়ি,২০ অক্টোবরঃ অবশেষে পানীয় জল পেল আপার বাগডোগরার ডারাগাঁও এলাকার বাসিন্দারা।বৃহস্পতিবার সকালে পিএইচ‌ই দপ্তরের ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছানোর কাজ শুরু হয়।


প্রসঙ্গত, পানীয় জলের দাবিতে বুধবার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অফিসে পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অবশেষে জল পেল ডারাগাঁও এলাকার বাসিন্দারা।অন্যদিকে ট্যাঙ্কারে জল পেয়ে খুশি হলেও পানীয় জলের স্থায়ী সমাধানের দাবি জানান গ্রামবাসীরা।

বৃহস্পতিবার ডারাগাঁও এলাকায় সকালে তিনটি জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছানোর কাজ শুরু হয়।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পিএইচ‌ই দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা ও পঞ্চায়েত সমিতি ও আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত দপ্তরের সদস্যরা।


এই বিষয়ে উপপ্রধান সঞ্জীত মাহাতো জানান, জল পৌঁছানোর কাজ শুরু হল।তবে স্থায়ীভাবে জল পৌঁছানোর কাজ চলছে।

পিএইচ‌ই দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার জানান, জল জীবন মিশনে ২০২৪ এর মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ চলছে।এই এলাকায় জলের কল খারাপ হয়ে এই সমস্যা হচ্ছে।তবে চারটি নতুন কলের কাজ চলছে।দ্রুত বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *