পরিচারিকাকে বেধড়ক মারধরের ঘটনায় শিলিগুড়িতে গ্রেফতার পুলিশ অফিসারের শ্যালক

শিলিগুড়ি,৩ আগস্টঃ বাড়ির পরিচারিকাকে বেধড়ক মারধরের অভিযোগে শিলিগুড়িতে এক পুলিশ অফিসারের শ্যালককে গ্রেফতার করল পুলিশ।বৃহস্পতিবার ঘটনায় অভিযুক্ত বাপি সরকারকে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে তোলে ভক্তিনগর থানার পুলিশ।


প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের লোয়ার ভানুনগর এলাকায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক অফিসারের বাড়িতে গত কয়েক বছর ধরে কাজ করছেন ওই মহিলা।মঙ্গলবার সেই পুলিশ অফিসারের শাশুড়ি ও শ্যালক তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।ওই পরিচারিকা মঙ্গলবার ভক্তিনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।এরপর ঘটনার ন্যায় বিচারের দাবীতে বুধবার আহত মহিলা ও তাঁর পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখান।

পরিচারিকা মহিলার অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশ অফিসারের বাড়িতে কাজ করছিলাম।তবে হঠাৎই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে মারধর করা হয়।এরপর সেই পুলিশ অফিসারের শ্যালক বাপী এবং তাঁর শাশুড়ি বেল্ট, বাটাম দিয়ে বেধড়ক মারধর করে।এমনকি তাঁর শ্যালক রাস্তার মাঝেও মারধর করে।এরপরই থানায় অভিযোগ।


যদিও পুলিশ অফিসারের স্ত্রী জানান, আমার ভাই ও মায়ের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে।পরিচারিকা ওই মহিলা বাড়িতে চুরি করেছিল।যেকারনে তাকে চড় মারা হয়েছিল।ওই মহিলা আমার স্বামীকে বদনাম করতেই আমার ভাই ও মায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *