জয়ঁগাতে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

জয়গাঁ,২২ ফেব্রুয়ারিঃ জয়ঁগা ভানুভক্ত সমাজের তরফে ও আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সহযোগিতায় শনিবার কালচিনি ব্লকের জয়ঁগাতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।


এদিনের শিবিরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ও লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।এদিন এলাকার কয়েকশো মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান ও তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780