শিলিগুড়ি, ১৩ মার্চঃ শিলিগুড়িকে যানজট মুক্ত করতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শিলিগুড়ির প্রধান রাস্তায় আগামী ১৭ মার্চ থেকে প্যাডেল রিকশা এবং ২১ এপ্রিল থেকে টোটো চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ।
এই নির্দেশিকা জারি হতেই শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে টোটো চালকেরা।যার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় পড়ছে।
আজ এই বিষয়ে টোটো চালকদের সতর্ক করেন ও কড়া বার্তা দেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।তিনি বলেন, সোমবার ফের মাধ্যমিক পরীক্ষা রয়েছে।পরীক্ষার্থীদের কোনো সমস্যা হলে টোটো চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।কোনো মূল্যেই আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে দেওয়া হবে না।কারো কোনো অসুবিধা হলে তা পুলিশ-প্রশাসন, মেয়র ও দার্জিলিং জেলাশাসকের কাছে তুলে ধরুন।কেউ যদি নিজে স্বেচ্ছাচারিতা করে আইন ভঙ্গ করেন বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।