‘হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল ও তিস্তা তোর্সা এক্সপ্রেসের পরিষেবা উঠছে না’-জয়ন্ত রায়

জলপাইগুড়ি,১২ অক্টোবরঃ ‘হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল ও তিস্তা তোর্সা এক্সপ্রেসের পরিষেবা উঠছে না’। এমনটাই জানালেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়।সোমবার জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটি বিজেপি অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সাংসদ জয়ন্ত রায়।


এদিন সাংসদ জানান, হলদিবাড়ি হয়ে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্র সরকার কাজ করছে।এছাড়াও জলপাইগুড়ি জেলা হাসপাতালের পরিকাঠামোকে মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত করা হচ্ছে।

জয়ন্ত বাবু আরও বলেন, জলপাইগুড়ি জেলাতে কেন্দ্র সরকার প্রচুর কাজ করছে। কিন্তু বিরোধীরা বিজেপির নামে বদনাম করছেন।বিরোধীরা তিস্তা তোর্সা ও দার্জিলিং মেল নিয়ে মিথ্যে অপপ্রচার করছেন।এদিন সাংদর পরিস্কার জানিয়ে দেন দুটি ট্রেনের পরিষেবা সচল থাকবে।এখন কোভিড স্পেশ্যাল ট্রেন চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *