বদলি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন শিক্ষকেরা,পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকেরা

রাজগঞ্জ, ২৯ আগস্টঃ বদলি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন শিক্ষকেরা।পড়ুয়াদের তুলনায় স্কুলে শিক্ষকের অভাব।যে কারণে ছাত্রদের পাশাপাশি স্কুলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে।এমনই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলেন ক্ষুব্ধ অভিভাবকেরা।  


রাজগঞ্জের সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসা।বর্তমানে ১০২৫ জন পড়ুয়া রয়েছে এই স্কুলে।স্কুলে এখন স্থায়ী শিক্ষকের সংখ্যা ১১ জন।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ছাত্র সংখ্যা অনুপাতে ৩৬ জন স্থায়ী শিক্ষক থাকার কথা। কিন্তু ছিল ২২ জন।সম্প্রতি আটজন শিক্ষক বদলি নিয়ে চলে গিয়েছেন।আরও তিনজন শিক্ষকের বদলির অনুমোদন করা হয়েছে।


মুসলিম আলি নামে এক অভিভাবক বলেন, এলাকার গরীব ঘরের ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে।শিক্ষকরা যেভাবে অন্যত্র চলে যাচ্ছেন তাতে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত।গরিব পরিবারের পক্ষে তার ছেলে মেয়েদের বাইরের স্কুলে পড়ানোর আর্থিক সামর্থ্য নেই।প্রত্যন্ত এলাকার এই স্কুলে শিক্ষকরা বদলি নিয়ে আসতেও চাননা বলে অভিভাবকরা জানান।

অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক অলিউল ইসলাম জানান,সরকারি নিয়মের কাছে হাত-পা বাঁধা।তাই শিক্ষকদের আটকানোর আমার কোনও উপায় নেই।তবে ছাত্রদের পড়ানোতে যাতে ব্যাঘাত না হয় সেই চেষ্টা করা হচ্ছে।পাশাপাশি শিক্ষক দেওয়ার জন্য উপরমহলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *