শিলিগুড়ি,১ জুনঃ খোদ মেয়রের ওয়ার্ডেই উন্নয়নের ছোঁয়া লাগেনি।সাধারণ মানুষ বঞ্চিত। পরিষেবা পাচ্ছে না।কাউন্সিলরকে ওয়ার্ড এলাকায় দেখতে পাওয়া যায় না কেন?এমনই সব প্রশ্ন তুলে শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগালো সিপিএম। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহরে। ঘটনায় শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
শহর শিলিগুড়ি জুড়ে পানীয় জলের সংকট। যার জেরে সমস্যায় শহরবাসী।বুধবার রাতে একাধিক দাবিতে পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগায় সিপিএম। যদিও বৃহস্পতিবার সকাল হতেই সেইসব পোস্টার উধাও হয়ে যায়।সিপিএমের দাবি, কেউ বা কারা সেই পোস্টার সরিয়ে দিয়েছে।
ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম সাহা বলেন, শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব৷ যিনি শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদে রয়েছেন। অথচ তার ওয়ার্ডেই উন্নয়নের ছোঁয়া লাগেনি।সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত।একাধিক সমস্যা রয়েছে ওয়ার্ডে।অথচ কাউন্সিলরকে এলাকায় দেখা যায় না। তাই এই পোস্টার।
অন্যদিকে পোস্টার প্রসঙ্গে মেয়র বলেন, মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে।আমি আমার দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে আমি খুবই সচেতন।বিরোধীরা কি ভাবছে তাতে কিছু এসে যায় না।