প্রাপ্য সাম্মানিকের দাবিতে সিডিপিও’কে স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা

রাজগঞ্জ, ১২ ডিসেম্বরঃ প্রাপ্য সাম্মানিকের দাবিতে সিডিপিওর কাছে স্মারকলিপি জমা দিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। পশ্চিমবঙ্গ কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে রাজগঞ্জের সিডিপিওর কাছে  স্মারকলিপি দেওয়া হয়।


জানা গিয়েছে, দুই মাস থেকে রাজ্য সরকারের সাম্মানিক পেলেও কেন্দ্র সরকারের সাম্মানিক পাচ্ছেন না রাজগঞ্জের অঙ্গনওয়াড়ি  কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের প্রতিমাসে ৮,২৫০ টাকা সাম্মানিক দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্রের ৪৫০০ টাকা ও রাজ্যের ৩৭৫০ টাকা। কিন্তু অক্টোবর ও নভেম্বর মাসে কেন্দ্রের দেওয়া সাম্মানিক তারা পান না।

তারা বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তুলনায় শিক্ষিকা ও সহায়িকার অভাব রয়েছে। তাই কিছু শিক্ষিকাকে দুটি কেন্দ্র সামলাতে হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য প্রথমে নিজেদের টাকা খরচ করে কিনতে হয়। পরের মাসে সেই বিল পাওয়া যায়। এছাড়া সরকারের তরফে ডিম, সবজি ও জ্বালানির যে দাম ধার্য করা হয়েছে সেই দামে বাজারে পাওয়া যায় না। ফলে লোকসান হচ্ছে। এই সমস্যার মধ্যে তারা দুই মাস থেকে সাম্মানিক পাচ্ছেন না।


এই বিষয়ে রাজগঞ্জের সিডিপিও কর্মা ভুটিয়া বলেন, প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি। তবে খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *