শিলিগুড়ি, ২ এপ্রিলঃ শুক্রবার রাতে পৃথক ৩টি মামলায় ৬ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ে নাকা চেকিং এর সময় এক ব্যক্তির কাছ থেকে ২০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়।এরপরই গ্রেফতার করা হয় ব্যক্তিকে।ধৃতের নাম তপন সরকার ওরফে আরিফ খান।
এদিকে গত ২৬ মার্চ শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।এই ঘটনায় প্রেম দাস, নিখিল দাস এবং আনন্দ দাসকে গ্রেফতার করে পুলিশ।তাদের কাছ থেকে চুরির সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে ১২ মার্চ থানা অন্তর্গত এলাকায় কোনো অসামাজিক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল একটি দুষ্কৃতি দল।এই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।দুষ্কৃতি দলের ২ সদস্যকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়।পুলিশ ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে ফুলেশ্বরী জোড়াপানী ব্রিজ থেকে ২ জনকে গ্রেফতার করে।ধৃতদের নাম মুকেশ মাহাতো এবং বিপ্লব রায়।
আজ ৬ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।