শিলিগুড়িতে প্রোমোটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মেয়র গৌতম দেবের হস্তক্ষেপের দাবী বৃদ্ধের  

শিলিগুড়ি, ১৭ মেঃ প্রোমোটারের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ তুললেন শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকার বাসিন্দা এক বৃদ্ধ।শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও শিলিগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন তিনি।এরপরও ন্যায় পাননি।যেকারনে বিষয়টি নিয়ে মেয়র গৌতম দেবের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন ৭০ বছরের বৃদ্ধ জয়ন্ত চৌধুরী।


জানা গিয়েছে, অসুস্থতার কারণে জয়ন্ত চৌধুরীর আর্থিক পরিস্থিতি খারাপ।সেকারণে প্রতিবেশী প্রোমোটার মোহিত ভক্ত তার ১০ কাঠা জমিতে অ্যাপার্টমেন্ট বানানোর প্রস্তাব দেয়।প্রোমোটার মোহিত ভক্ত অ্যাপার্টমেন্ট বানানোর বদলে তাকে ১৮০০ স্কোয়ার ফিটের একটি দোকান, ৯০০ স্কোয়ার ফিটের ৪টি ফ্ল্যাট এবং নগদ ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন।এই প্রস্তাবে রাজি হন বৃদ্ধ।    

কিন্তু অভিযোগ, অসুস্থতার সুযোগ নিয়ে মোহিত ভক্ত তাকে না জানিয়েই একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয় এবং নিজের মত করে চুক্তিপত্র করে।টাকা না দিয়েই টাকা দিয়েছে বলে স্বাক্ষর করিয়ে নেয়।এরপরই পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন বৃদ্ধ।কিন্তু কোন পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন।যেকারণে বিষয়টিতে মেয়র গৌতম দেবের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন বৃদ্ধ।পাশাপাশি মামলার সমাধান না হলে আত্মহত্যা করা ছাড়া তার কোন উপায় থাকবে না বলে জানান।    


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রোমোটার মোহিত ভক্ত।ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জয়ন্ত চৌধুরীর ইচ্ছেতেই চুক্তি হয়েছে।এই চুক্তি ৪ বছর আগে হয়েছে।ইতিমধ্যেই তাকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে।এখন ওনার মনে হচ্ছে তার সঙ্গে প্রতারণা হয়েছে।জয়ন্ত চৌধুরীর সঙ্গে কোন প্রতারণা হয়নি বলেই জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibombahsegeljojobet girişHOLİGANBETjojobetParents In Collegecasibom girişcasibom giriscasibom