প্রশাসক হচ্ছেন অশোক! চিঠির খোলাসা করার দাবি গৌতমের

শিলিগুড়ি,১২ মেঃ প্রশাসকের ভূমিকায় দেখা যেতে পারে মেয়র অশোক ভট্টাচার্যকে।তবে এখনও পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা মেলেনি বলে জানালেন মেয়র।


সরকারি নিয়ম অনুযায়ী, আগামি ১৭ মে শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ সম্পন্ন হচ্ছে।দীর্ঘ পাঁচ বছর সময়কালে, রাজ্য সরকারের অসহযোগিতা, অর্থ বরাদ্দ সহ নানা বঞ্চনার অভিযোগ তুলে ধরেছেন শিলিগুড়ির মেয়র তথা সিপিএমের বিধায়ক অশোক ভট্টাচার্য। এবারে সেই সিপিএমের বিধায়ক তথা মেয়রকে প্রশাসকের ভূমিকায় দেখা যেতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে শিলিগুড়িতে।

তবে জল্পনা উড়িয়ে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, সরকারি কোনও নির্দেশিকা মেলেনি।তবে শিলিগুড়ির মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, বাম সদস্যদের ভোট দিয়ে জিতিয়েছেন।পাঁচ বছর ধরে  শহরবাসীকে সুস্ঠ পরিসেবা দিয়ে আসছি।রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসকের দায়িত্ব দিলে  তা যথাযথভাবে পালন করবো।


অন্যদিকে, খোদ মেয়র অশোক ভট্টাচার্য চিঠি মারফত রাজ্যের কাছে আবেদন জানিয়েছিলেন প্রশাসক মণ্ডলীতে তার ও তাদের বেশ কিছু মেয়র পারিষদের নাম রাখা হোক।এমনই মন্ত্যব্য করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।তিনি অবিলম্বে এই চিঠির খোলাসা করার আবেদন জানান মেয়রের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *