জীবণদায়ী ওষুধ আনতে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রদীপ চক্রবর্তীর

শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের মহাকাল পল্লীর বাসিন্দা প্রদীপ চক্রবর্তী।ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিনি।চেন্নাইয়ে চিকিৎসা চলছে তার।যদিও তিনি এখন অনেকটাই সুস্থ।তবে চিন্তার কারণ তার জীবনদায়ী ওষুধ, যা কলকাতার অ্যাপোলো হাসপাতালে পাওয়া যায়।


লকডাউনের কারণে সেখান থেকে ওষুধ নিয়ে আসা তার পক্ষে সম্ভব নয়।এই কারণে শিলিগুড়ি টাইমসের মাধ্যমে  প্রশাসনের কাছে সেই ওষুধ আনার ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছেন প্রদীপ চক্রবর্তী।

প্রদীপ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।চিকিৎসার জন্য তাকে মাঝে মাঝেই চেন্নাই যেতে হয়।কিন্তু লকডাউনের কারণে এবারে তার চেন্নাই যাওয়া হয়নি।যা ওষুধ ছিল ইতিমধ্যেই তা শেষ হয়ে গেছে।ওষুধের জন্য চেন্নাই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে, চিকিৎসকেরা কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আসার কথা জানান।এই পরিস্থিতিতে কলকাতা থেকে কিভাবে ওষুধ আনবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।এই কারণে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *