অনলাইনে শপিং করতে গিয়ে প্রতারনার শিকার যুবক, খোয়ালেন ৬০ হাজার টাকা

শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ অনলাইনে শপিং করতে গিয়ে প্রতারণার শিকার যুবক।প্রতারণার অভিযোগ উঠেছে আশ্রাফ আলী নামে কলকাতার এক যুবকের বিরুদ্ধে।প্রতারিত যুবকের নাম রঞ্জিত বেপারী। সে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা।


রঞ্জিত বেপারী জানান, গত ২১ শে ডিসেম্বর সে তার ফোনে অনলাইনে কেনা বেচার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে।সেখানেই তার একটি গাড়ি পছন্দ হয়।সেই গাড়ি বিক্রি করার জন্য কলকাতার এক যুবক ওই সাইটে আবেদন জানান।সেই আবেদন দেখেই রঞ্জিত তার সাথে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। সেদিনই তাদের দুজনের মধ্যে গাড়ির দামদর ঠিক হয়। এরপরই প্রতারণার  সূত্রপাত। কলকাতার সেই যুবক তাকে অনলাইনে টাকা পেমেন্ট করতে বলে।

রঞ্জিত সেই কথামত ২১ শে ডিসেম্বর তাকে ৫০০ টাকা পাঠায়।এরপর ২৩শে ডিসেম্বর তাকে ১৮ হাজার টাকা দেয়।এইভাবে রঞ্জিতের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা নেয় যুবক।এরপরই রঞ্জিতকে আশ্বাস দেয় তার গাড়ি বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছে। কয়েক ঘন্টা পরেই সেই গাড়ি তার কাছেই থাকবে। কিন্তু অবশেষে দেখা যায় সেই গাড়ির কোনো অস্তিত্ব নেই ও কলকাতার যুবকেরও কোন অস্তিত্ব নেই।


এই ঘটনার পর ইতিমধ্যেই সাইবারক্রাইম বিভাগে অভিযোগ করেছে ওই যুবক।ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Giriş