ফাঁসিদেওয়া, ২৯ মেঃ এটিএম কার্ড, ব্যাঙ্কের পাশ বই নকল করে প্রতারণার ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনিল গোপকে।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ফাঁসিদেওয়ার পশ্চিম নিজবাজার, হাগরাগছে এবং মুড়িখাওয়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।উদ্ধার হয় ৪০০টি এটিএম কার্ড, ১০০টি ব্যাঙ্কের পাশবই, ৫০টি চেক বুক, কিউআর কোড, ৪২ হাজার টাকা, ল্যাপটপ ও একাধিক নথিপত্র।এছাড়াও ২টি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয় অনিল গোপকে।এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবই নকল করে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণার ফাঁদে ফেলছিল একটি চক্র।বেশকয়েক মাস ধরে এই চক্রটি ফাঁসিদেওয়া এলাকায় সক্রিয় ছিল।
এই ঘটনার আরও তিনজনের নাম সামনে এসেছে।খোঁজ শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।আজ ধৃতকে আদালতে পাঠানো হয়েছে।১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।