শিলিগুড়ি,৫ এপ্রিলঃ প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক ব্যক্তি।অভিযুক্তের নাম মন্টু সাইবো।
অভিযোগ, জাল নথিপত্র দেখিয়ে দখল করা জমি বিক্রির চেষ্টা করছিল মন্টু সাইবো।এই বিষয়ে প্রধাননগর থানায় অভিযোগ আসতেই গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।এরপর শনিবার মন্টু সাইবোকে শিলিগুড়ি আদালতে তুলে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।জিজ্ঞাসাবাদের দরুন জমি সংক্রান্ত আরও বেশকিছু তথ্য জানতে পেরেছে পুলিশ।মঙ্গলবার ফের মন্টু সাইবোকে আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।