শিলিগুড়ি,১৩ জুলাইঃ প্লাস্টিক মুক্ত শহর গড়তে বিশেষ উদ্যোগ শিলিগুড়ি মহাবীরস্থান ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির।ব্যবসায়ী সমিতির ২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষদান এবং প্লাস্টিক বর্জন কর্মসূচি গ্রহণ করা হল।তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
বুধবার শিলিগুড়ি মহাবীরস্থান ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার,ওয়ার্ড কাউন্সিলর সম্প্রিতা দাস,মেয়র পারিষদ মানিক দে সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা।
অনুষ্ঠান শেষে মহাবীরস্থান বাজার পরিদর্শন করেন ডেপুটি মেয়র,কাউন্সিলর সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা।সকল ব্যবসায়ীদের বার্তা দেওয়া হয় ‘গাছ লাগান,প্রাণ বাঁচান’ এবং ‘পরিবেশকে প্লাস্টিকমুক্ত করে সুস্থ সমাজ গড়ে তুলুন’।এদিন কিছু দোকানে অভিযান চালিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়।এছাড়াও দোকানগুলিতে ‘প্লাস্টিক চেয়ে লজ্জা দেবেন না, Say No To Plastic Bags’-লেখা পোস্টার লাগানো হয়।
রঞ্জন সরকার বলেন, ১ জুলাই থেকে আমরা শহরে অভিযান শুরু করেছি।প্লাস্টিকের বিরুদ্ধে সমস্ত ব্যবসায়ী সংগঠন একত্রিত হয়ে পথে নেমেছে। সাধারণ মানুষের কাছে আবেদন করছি প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন।প্লাস্টিক ব্যবহার করতে দেখা গেলে দোকানদারদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।