বলিউডে নক্ষত্রপতন!প্রয়াত প্রবীণ অভিনেতা দিলীপ কুমার

প্রয়াত প্রবীণ অভিনেতা দিলীপ কুমার।আজ সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে মৃত্যু হয় অভিনেতার।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।


বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি।আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে।রাষ্ট্রীয় মর্যাদায় অভিনেতাকে শেষবিদায় জানানো হবে বলে মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।

দিলীপ কুমার সিনেমা জগতে ট্রাজেডি কিং নামে পরিচিত ছিলেন।তার আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান।১৯৪৪ সালে জোয়ার ভাটা চলচ্চিত্রের মধ্য দিয়ে তার সিনেমা জগতে আত্মপ্রকাশ।প্রায় কয়েক দশক ধরে বহু ছবিতে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি।তার সর্বশেষ ছবি ছিল কিলা।


অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য বহু সম্মানে সম্মানিত হয়েছেন দিলীপ কুমার।১৯৯১ সালে পদ্মভূষণ সম্মান, ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, ১৯৫৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার সহ অন্যান্য বহু সম্মানে সম্মানিত হন তিনি।তার প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *