ভারতে নিষিদ্ধ PUBG সহ ১১৮টি চিনা অ্যাপ

এখনও উত্তপ্ত ভারত-চিন সীমান্ত।এর মাঝেই কেন্দ্রীয় আইটি মন্ত্রালয়ের তরফে ১১৮টি চাইনিজ অ্যাপ ব্যান করা হল।যার মধ্যে রয়েছে PUBG।এছাড়াও amCard, Baidu, Cut Cut, VooV, Tencent Weiyun, Rise of Kingdoms, Zakzak এই অ্যাপগুলিও ব্যান করা হয়েছে।


উল্লেখ্য,বর্তমানে Google Play Store বা Apple App Store-এর সবচেয়ে জনপ্রিয় গেম হল PUBG।এর আগেও বেশ কয়েকটি চিনা অ্যাপ ব্যান করা হয়েছিল কেন্দ্রের তরফে।যার মধ্যে ছিল জনপ্রিয় টিকটক অ্যাপও।


One thought on “ভারতে নিষিদ্ধ PUBG সহ ১১৮টি চিনা অ্যাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *