অনুমতিহীন দুর্গাপূজা কমিটি গুলিকে সাহায্যের হাত বাড়ালেন মন্ত্রী গৌতম দেব

শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ শুক্রবার শিলিগুড়ির বিভিন্ন দুর্গাপূজা কমিটি গুলির সঙ্গে পৃথকভাবে দুই প্রস্থ আলোচনা সারলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।


জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৭টি ওয়ার্ডে ৪৬টি পুজা কমিটির নাম উঠে এসেছে যাদের কোনোরকম অনুমতি নেই।পাশাপাশি ডাবগ্রাম, ফুলবাড়িতে  রয়েছে ২০টি পূজা।সেই সমস্ত পূজা কমিটি গুলিরও অনুমতি নেই।এরমধ্যে মহিলা পূজা কমিটির সংখ্যাই বেশি।

মন্ত্রী গৌতম দেব জানান, যেহেতু এই সমস্ত পূজা কমিটি গুলির কোনো সরকারি অনুমতি নেই সেই কারণে সরকারি সুযোগ-সুবিধা থেকে তাদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।সেই কারণে ওই সমস্ত পূজা কমিটি গুলি দ্রুত লিখিতভাবে অনুমতির জন্য আবেদন জানাতে পারবেন সরাসরি মন্ত্রী গৌতম দেবের কাছে।তিনি চেষ্টা করবেন যাতে তারা পুজোর অনুমতির সাথে সাথে সরকারি সুযোগ সুবিধা গুলি পায়।


তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে সব পূজা কমিটি গুলি আর্থিক সংকটে ভুগছে।তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।এই আর্থিক অনুদান যাতে ছোট-বড় সব কমিটিগুলি পায় তারই চেষ্টা করা হচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *