পূজা নিয়ে ভার্চুয়াল মিটিং মুখ্যমন্ত্রীর,ভিডিও কনফারেন্সে উপস্থিত শিলিগুড়ির পুলিশ কর্তারা

শিলিগুড়ি,২৪ সেপ্টেম্বরঃ দুর্গা পূজা নিয়ে ভার্চুয়াল মিটিং সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা পুলিশের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারাও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।


এদিনের ভার্চুয়াল মিটিং-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।এ বছর বিদ্যুতের ক্ষেত্রে প্রতিটি পুজো কমিটি ৫০ শতাংশ ছাড় পাবে।CESC এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা- উভয়ই এই ছাড় দেবে।পাশাপাশি দমকল এবং পুরসভাগুলি পুজোকমিটি গুলির থেকে কোনও ফি নেবে না।বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পুজো মণ্ডপগুলিকে খোলামেলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন,এ বছর তৃতীয়া থেকেই বিভিন্ন পুজোগুলির উদ্বোধন শুরু হবে।তৃতীয়া থেকেই ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা।তবে পুজো মণ্ডপগুলিতে ভিড় করা যাবে না,সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ও অন্যান্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *