শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ পুজোর আগে স্পেশাল ড্রাইভ।বিনা টিকিটে ৬ জন রেল যাত্রীকে গ্রেফতার করল আরপিএফ।
আর কিছুদিন পরেই দুর্গোৎসব।এইসময় দূরদূরান্ত থেকে বহু পর্যটক আসে এই রাজ্যে।বিনা টিকিটে যাতে কেউ ভ্রমণ করতে না পারে সেই কারণে তৎপর হয়েছে রেলদপ্তর।এই কারণে ইতিমধ্যেই অভিযানে নেমেছে রেলের আরপিএফ।
এনজেপি স্টেশনের প্রত্যকটি প্লাটফর্মে তল্লাশি চালিয়ে টিকিট না থাকায় ৬ জন রেল যাত্রীকে গ্রেফতার করে আরপিএফ।বুধবার ধৃত ৬ জনকে রেলওয়ে কোর্টে পাঠানো হয়েছে।