শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ এবার পুজোয় প্যান্ডেল হোপিং নয়।সতর্ক করলেন স্বাস্থ্য আধিকারিকেরা।নিজ নিজ পাড়াতেই পুজো কাটানোর আবেদন সকলের।মাঝে আর মাত্র কয়েকটা দিন।তারপরই দুর্গোপুজো।কিন্তু এবার করোনার চোখ রাঙানিতে চিন্তায় রয়েছেন চিকিৎসক মহল।ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলিকে নানা নির্দেশিকা দেওয়া হয়েছে।তবে কোনো প্যান্ডেলে যাতে বেশী ভিড় না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন সকলে।
শুক্রবার দার্জিলিং জেলা স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন ওএসডি(কোভিড ১৯), উত্তরবঙ্গ ডাঃ সুশান্ত রায়।মূলত পুজোর সময় প্যান্ডেল গুলিতে ভিড় না করা, সচেতনতা প্রচার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।পরে সাংবাদিক বৈঠকে সুশান্ত রায় বলেন, প্যান্ডলে প্যান্ডেলে ঘুরে এবার প্রতিমা না দেখাই ভাল।সবাই নিজ নিজ পাড়ার পুজোতে থাকুন।পুজো কমিটিগুলিকেও দেখতে হবে যাতে প্যান্ডেলে প্রত্যেক দর্শনার্থী মাস্ক পড়ে আসেন।বিসর্জনেও যাতে ভিড় না হয় তা পুলিশ দেখবে।কয়েকজনকে বিসর্জনে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
পাশাপাশি এদিন তিনি আরও বলেন, প্রতিটি প্যান্ডেলে করোনা সচেতনতা প্রচার হবে।সম্প্রতি বিশ্বকর্মা পুজোর পর এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে।সেক্ষেত্রে দুর্গোপুজোয় স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কায় স্বাস্থ্য আধিকারিকেরা।পুজোর আগে শিলিগুড়ির বিভিন্ন বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।শনিবার থেকে বিভিন্ন বাজারে গিয়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হতে পারে।কেউ পজিটিভ হলে তৎক্ষণাত তাকে সেফ হাউসে পাঠিয়ে দেওয়া হবে।