শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ নতুন করে তৈরি করা হবে শিলিগুড়ির এসএফ(স্টেশন ফিডার)রোড।এদিন নতুন রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, ১.৩ কিলোমিটার রাস্তা নতুন করে করা হবে।রাস্তার দুপাশেই ৩.৭৫ মিটার করে রাস্তার প্রশস্তিকরন করা হবে।পূর্ত দপ্তরের নর্থ বেঙ্গল কন্সট্রাকশন ডিভিশনের উদ্যোগে প্রায় ৫ কোটি ৪৭ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে রাস্তার কাজটি করা হবে।রবিবার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শিলান্যাস করা হল।
এদিন মেয়র গৌতম দেব জানান, ২০২৫ সালের আগস্ট মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে।রাস্তা তৈরির করার সময় যাতে বৃক্ষছেদন না হয় সে বিষয়টিও দেখা হচ্ছে।রাস্তা তৈরির সময় গাছগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।