শিলিগুড়ি, ১১ জুনঃ পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়া থানার অন্তর্গত কাওয়াখালি এলাকায়।
জানা গিয়েছে, এদিন পুকুরে স্নান করতে নেমে একটি পিস্তল দেখতে পান স্থানীয় কয়েকজন।এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর দেওয়া হয় পুলিশকে।পরে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটিকে উদ্ধার করে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।