শিলিগুড়ি, ২৭ মেঃ শিলিগুড়িতে মাটির নীচে দিয়ে যাবে বিদ্যুতের তার।সেই কাজ করতে গিয়ে উঠে আসছে একাধিক সমস্যা।যার জেরে থমকে রয়েছে বিদ্যুতের তার ভূগর্ভস্ত করার কাজ।সেই সমস্যা সমাধানের লক্ষে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ, পূর্ত ও পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
সোমবার শিলিগুড়ি পুরনিগমে এই বৈঠক হয়।বৈঠক শেষে মেয়র গৌতম দেব বলেন, প্রথম পর্যায়ে কাজ হবে শিলিগুড়ির সেবক রোডের দুই মাইলের সামনে থেকে পানিট্যাঙ্কি মোড় পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তায়।এছাড়াও শহরের ভেতরে ১৭টি ওয়ার্ডের প্রায় ৩৫ কিলোমিটার এবং হাসমি চক থেকে কোর্ট মোড় পর্যন্ত কাজ হবে।এর জন্য ১ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
তবে এই কাজ করতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে।কাজের পদ্ধতি নিয়ে জটিলতা রয়েছে।এর জন্য দুই পদ্ধতির প্রস্তাব এসেছে।ওপেন কাট নতুবা মাইক্রো টানেল করে তার নিয়ে যেতে হবে।এরফলে পিএইচই, পিডব্লিউডি এর অনুমতি নিতে হবে বিদ্যুৎ দপ্তরকে।পুরনিগমের ভেতরে কাজের জন্য অনুমতি দেবে পুরনিগম।এই জটিলতা কাটতেই আগামী ৭ জুন সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করা হবে।জুন মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।