পুরনিগমের ব্যর্থতার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ, জনস্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি প্রদান বামফ্রন্টের  

শিলিগুড়ি, ২৮ মার্চঃ পুরনিগমের ব্যর্থতার অভিযোগ তুলে মঙ্গলবার আন্দোলনে সরব হল  জেলা  বামফ্রন্ট।এদিন অবস্থান বিক্ষোভের পাশাপাশি ২১ দফা দাবিতে পুর আধিকারিককে স্মারকলিপি প্রদান করলো বাম নেতৃত্বরা।


বামফ্রন্টের অভিযোগ, পুর পরিষেবা দিতে ব্যর্থ বর্তমান পুরবোর্ড।পুর পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।এই কারণে পুরনিগমের একাধিক ব্যর্থতা তুলে ধরে একমাস ব্যাপী  স্বাক্ষর অভিযানে নামে জেলা বামফ্রন্ট।প্রায় ৫৬ হাজার মানুষের  স্বাক্ষর সংগ্রহ করেন তারা।সেই স্বাক্ষর সংগৃহীত স্মারকলিপি তুলে দিতে মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে জেলা বামফ্রন্ট।

এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বামনেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার,সমন পাঠক,তাপস গোস্বামী সহ অন্যান্যরা।এই কর্মসূচি ঘিরে যাতে কোনরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী।এরপর মিছিল করে পুরনিগমে পৌছানোর আগেই মাঝপথে আন্দোলকারীদের আটকে দেয় পুলিশ।পরবর্তীতে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি তুলে দেয়।


এদিন অশোক ভট্টাচার্য জানান, ডবল ইঞ্জিনে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি পুরনিগমে ক্ষমতায় এসেছিল তৃণমূল পরিচালিত পুরবোর্ড।সমস্তটাই ভাওতা, ডবল ইঞ্জিন তো দূরের কথা সিঙ্গেল ইঞ্জিন পরিষেবাও তারা দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *