বাড়ছে করোনা! পুরভোটে করা যাবে না রোড শো, পদযাত্রা

শিলিগুড়ি, ৩ জানুয়ারিঃ বাড়ছে করোনা সংক্রমণ।তাঁর মধ্যে পুরভোট ২২ জানুয়ারি।এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য করোনার কথা মাথায় রেখে বেশকিছু নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন।


 সেই নির্দেশিকাগুলিঃ

কোনও রোড শো কিংবা পদযাত্রা করা যাবেনা


কোনও সাইকেল, বাইক বা গাড়ি নিয়েও শোভাযাত্রা করা যাবে না।

বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হলে একসঙ্গে ৫ জন যেতে পারবেন।

দলের আলোচনাসভায় সর্বোচ্চ ৫০০ জন থাকতে পারবেন।সেই আলোচনা বড় কোন মাঠ ও জায়গায় করতে হবে। যেখানে প্রবেশ ও বাইরে যাওয়ার আলাদা পথ রয়েছে।

কনফারেন্স হলে আলোচনা করতে হলে সেক্ষেত্রে ২০০ জন কিংবা হলের মোট আসনের ৫০ শতাংশ লোকজন থাকতে পারবেন।

ভোটকেন্দ্রে সকলকে মাস্ক পরে আসতে হবে।

ভোটকেন্দ্রে আসা সকলের জন্য স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনের ব্যবস্থা রাখতে হবে।

করোনা সংক্রমিতরা নির্বাচনের দিন শেষের ১ ঘণ্টায় গিয়ে ভোট দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *