শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ স্ত্রী’য়ের কাছে রাখা ছিল আধার কার্ড। বারবার চেয়েও পায়নি আধার কার্ড। সেই রাগেই স্ত্রীকে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির আশিঘর এলাকার পূর্ব চয়নপাড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম অনীতা দাস। তিনি পরিচারিকার কাজ করতেন। পূর্ব মাঝাবাড়ির বাসিন্দা।
বুধবার সকাল বাড়ি থেকে বের হন তিনি। পূর্ব চয়নপাড়ার কাছে তাঁর স্বামী অজিত দাস ইট দিয়ে মেরে খুন করে। এরপর অজিত আশিঘর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। জানা গিয়েছে, অজিত দাস মানসিকভাবে অসুস্থ। তাঁর আধার কার্ড স্ত্রীয়ের কাছে রাখা ছিল। পরিবার সূত্রে খবর কয়েকদিন ধরেই আধার কার্ড চাওয়া নিয়ে ঝামেলা চলছিল স্বামী স্ত্রীয়ের মধ্যে। কোনো কাজ করতো না অজিত। নানা কারণে সাংসারিক অশান্তি চলছিল স্বামী স্ত্রীয়ের মধ্যে।
বুধবার সকালে পূর্ব মাঝাবাড়ির বাসিন্দা অনিতা বাড়ি থেকে ৯ টা নাগাদ বের হয়। একটি টোটোতে যাচ্ছিলেন তিনি। সাইকেল নিয়ে পেছনে যান স্বামী অজিত। পূর্ব চয়নপাড়ার কাছে স্ত্রীকে টোটো থেকে নামান। এরপর দুজনের মধ্যে বিবাদ হয়। রাস্তা থেকে একটি ইট তুলে স্ত্রীয়ের মুখে মেরে খুন করে অভিযুক্ত। এরপর সেখান থেকে পালিয়ে আশিঘর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করে। মহিলার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।