বাগডোগরা, ১৬ সেপ্টেম্বরঃ নিরাপত্তার স্বার্থে রেললাইনের দুধারে পিলার বসানো নিয়ে উত্তেজনা।ঘটনাটি ঘটেছে বাগডোগরা প্রমোদনগর এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার রেলের উদ্যোগে বাগডোগরা প্রমোদনগর ঢোকার মুখে রেলের ক্রসিংয়ে রেললাইনের দুধারে পিলার বসানো হয়।এর ফলে দুচাকা গাড়ি চলাচল করলেও বন্ধ হয়ে পড়ে চারচাকার গাড়ি চলাচল।এরফলে ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা।
এদিকে শনিবার সকালে এলাকায় ভিড় করেন স্থানীয়রা।রেললাইন বন্ধ হতে পারে এই আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ থেকে শুরু করে বাগডোগরা থানার পুলিশ।রেলের পক্ষ থেকে মাইকিংও করা হয়।
স্থানীয়দের দাবী, দীর্ঘদিন ধরে রেলের এই সমস্যায় পড়তে হচ্ছে।চলাচলের কোন বিকল্প রাস্তা করা হোক।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মনোজ ওঝা জানান, ২০১২ সাল থেকে এই সমস্যা হচ্ছে।এলাকার বাসিন্দাদের কথা চিন্তা করে আগেই রেলকে চিঠি দেওয়া হয়েছিল।এভাবে রেললাইনের দুধারে পিলার দিয়ে বন্ধ করে দেওয়া হলে প্রমোদনগরের হাজার হাজার মানুষের অসুবিধা হবে।ফ্লাইওভার নয়তো আন্ডারপাস দেওয়া হোক।গোটা বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তকে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসীরা।