বর্ধমান রেল স্টেশনে বিপর্যয়, মৃত ১ আহত বেশকিছু  

কলকাতা, ৫ জানুয়ারিঃ শনিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের একাংশ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বর্ধমান স্টেশন এর এনকোয়ারি কাউন্টারের ওপরে সামনের অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে নীচে। মুহূর্তের এই ঘটনায় হকচিয়ে যায় যাত্রী থেকে সাধারণ মানুষ। এদিকে যখন স্টেশনে উপস্থিত মানুষ ভেঙে পড়া অংশে কেউ আটকে আছেন কিনা সেই নিয়ে আতঙ্কিত হয়ে আলোচনায় ব্যস্ত, তখনই ভেঙে পড়া অংশের পাশের অংশ ফের হুড়মুড় করে ভেঙে পড়ে। ছোটাছুটি শুরু হয়ে যায় যাত্রী থেকে সাধারণ মানুষের মধ্যে। 

সূত্রের খবর, এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।


রেল সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে তৈরি বর্ধমান স্টেশনের কিছু অংশে কিছুদিন ধরে মেরামতির কাজ চলছিল। তারই মধ্যে এই দুর্ঘটনায় রীতিমত আতঙ্কগ্রস্থ সাধারণ যাত্রীরা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *