শিলিগুড়ি, ১৩ আগস্টঃ দার্জিলিং মেলকে পুনরায় এনজেপি থেকে ছাড়ার দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
আগামী ১৫ আগস্ট থেকে হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়বে দার্জিলিং মেল।এমনই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।তারই প্রতিবাদে এদিন রেলমন্ত্রীকে চিঠি দিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
রঞ্জন সরকার জানান, আমাদের জেলার ঐতিহ্য দার্জিলিং মেল।দার্জিলিং মেলের ঐতিহ্য ও সুনামকে চক্রান্ত করে অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে।যেখানে রেলমন্ত্রী বিজেপির, সাংসদ বিজেপির তারপরও কিভাবে দার্জিলিং মেলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।অবিলম্বে এনজেপি থেকে দার্জিলিং মেল চালানোর দাবি জানান তিনি।
