জলপাইগুড়ি,১৫ জানুয়ারিঃ রাজবংশী সমাজের কৃষ্টি, সংস্কৃতিকে সংরক্ষন ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য রাজবংশী সমন্বয় সমিতির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হল। আজ পৌষ পার্বণের দিনে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘীর প্রাঙ্গনে পুজো-অর্চনার পাশাপাশি শিল্প সংস্কৃতি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়।পৌষ পার্বণের দিনে অনুষ্ঠানে আসা সবাইকে পিঠে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
এদিন জলপাইগুড়ি রাজবংশী সমন্বয় সমিতির সদস্য তরুন কুমার রায় জানান, “এটা রাজবংশীদের একটা নতুন সংগঠন। আজ প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রাজবংশীদের সংস্কৃতিকে সংরক্ষন ও বিকাশের উদ্দেশ্য আমরা উদ্যোগ নিয়েছি। রাজবংশী সমাজে যারা নিরবে উন্নয়নের কাজ করছেন তাদের ‘রাজবংশী কর্মবীর’ সম্মান প্রদান করা হবে। ডঃ নির্মল চন্দ্র রায়(অধ্যাপক), প্রেমানন্দ রায়(কবি ও সাহিত্যিক ), তপন রায়(পরিচালক), হরিদাস রায়(ক্রীড়া সংগঠক ), চৈতন্য দেব রায়(সঙ্গীত)কে সম্মান জানানো হবে”।
আজ রাজবংশীদের গমিরা, বাঁশ খেলা, মেছেনি, চন্ডী নৃত্য, রাবান গান, বিশহরি, বৈরাতি প্রদর্শন করা হয় রাজবাড়ি দিঘী প্রাঙ্গনে।