রাজগঞ্জ, ৬ জানুয়ারিঃ দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান উত্তরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতির।
বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে উত্তরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতির রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।
জানা গিয়েছে, ক্ষৌরকারদের মাসিক ১২ হাজার টাকা ভাতা প্রদান করতে হবে এবং নাপিত পরিষদ গঠন করতে হবে।এই দুই দাবি নিয়েই আজ স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের পক্ষে বাবুল শীল জানান, রাজ্যে সরকার আবার সমস্ত সেলুন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।ফলে আমরা যারা ছোট সেলুন দোকান করে সংসার চালাই খুব অসুবিধেয় পড়েছি।তাই আজ বিডিও সাহেবের কাছে কিছু দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলাম।আমাদের দাবি না মানা হলে আমারা সমস্ত রকম সামাজিক কাজ বন্ধ রাখাতে বাধ্য হবো।