রাজগঞ্জ ব্লকের সেরা দুর্গাপূজাকে পুরস্কৃত করবে রাজগঞ্জ ব্লক ও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি

রাজগঞ্জ ২১ সেপ্টেম্বরঃ রাজগঞ্জ ব্লকের সেরা দুর্গাপূজাকে পুরস্কৃত করবে রাজগঞ্জ ব্লক ও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি।


বুধবার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত রাজগঞ্জ থানা, নিউ জলপাইগুড়ি থানা ও ভক্তিনগর থানার সমস্ত ক্লাব ও পুজো কমিটিদের নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠক এই তিনটি থানা এলাকার সেরা দুর্গাপূজাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিকে পুরস্কৃত করার কথা বলেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার।

এই বিষয়ে রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার বলেন, বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা সম্মানিত করা হয়েছে।তাই এবার রাজগঞ্জ ব্লক ও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেরা পুজোগুলিকে সম্মানিত করা হবে।পুজোর পর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis