রাজগঞ্জের সেফ হোম থেকে করোনা জয়ী হয়ে বাড়ি ফিরলেন ১২ জন

রাজগঞ্জ, ৮ জুলাইঃ রাজগঞ্জের সেফ হোম থেকে করোনা জয়ী হয়ে বাড়ি ফিরলেন ১২ জন।জানা গিয়ছে,এই প্রথম রাজগঞ্জের সেফ হোম থেকে করোনা জয়ীদের ছাড়া হয়। বুধবার এই ১২ জন করোনা জয়ীকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।  


ওএসডি নর্থবেঙ্গল ডঃ সুশান্ত রায় বলেন, জলপাইগুড়ি জেলায় উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য ৩ টি সেফ হোম করা হয়েছে। তারমধ্যে রাজগঞ্জে একটি সেফ হোম করা হয়। ওই সেফ হোমে ৩৫ জন ছিল। তার মধ্যে ১২ জন করোনা মুক্ত হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হল। তাদের মধ্যে ৪ জন মহিলা।


করোনা জয়ীদের মধ্যে দক্ষিণ শান্তিনগরের ৪ জন, ঘোগোমালির ৩ জন, ঘোগোমালির দাসপাড়ার ২ জন, সমরনগর, জামুরিভিটা ও কৃষ্ণনগর কলোনির ১ জন করে রয়েছেন।

তাদেরকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন ওএসডি ডঃ সুশান্ত রায়, জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডঃ রমেন্দ্র নাথ প্রামানিক ও রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক ( বিএমওএইচ ) ডঃ শুভদীপ সরকার, রাজগঞ্জের বিডিও এন সি শেরপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *