নির্বাচনের ফলাফলের পর শান্তি বজায় রাখতে রাজগঞ্জ থানায় সর্বদলীয় বৈঠক

রাজগঞ্জ, ৫ মেঃ নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক হিংসা না করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বদলীয় বৈঠক করল রাজগঞ্জ থানার পুলিশ।বুধবার রাজগঞ্জ থানায় সর্বদলীয় বৈঠক করা হয়।


জানা গিয়েছে, নির্বাচনের ফলাফলের পর রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বেশকয়েক জায়গায় অশান্তির ঘটনা ঘটে।রাজনৈতিক হিংসা নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ ওঠে আসে। তাই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজগঞ্জ থানার তরফে সর্বদলীয় বৈঠক করা হয়।

এদিনের বৈঠকে জলপাইগুড়ির ডিএসপি সমীর কুমার পাল, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজকুমার সরকার সহ তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পুলিশের তরফে সব রাজনৈতিক দলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করা হয়।


আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলার কার্যকরী সভাপতি তপন দে বলেন, বিজেপির কেউ কেউ সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার করছে। বিজেপি নেতৃত্বকে তা বন্ধ করতে বলেছি।যেসব বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে আছে তাদেরকে আমরা বাড়িতে ফিরিয়ে আনব।

বিজেপির রাজগঞ্জ দক্ষিণ মন্ডল সভাপতি বিধান ঝা বলেন, আমরা শান্তির পক্ষে।যদি দলের কেউ মিথ্যা প্রচার করে তা মেনে নেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *