রাজগঞ্জ ব্লকে চালু হল পাঁচটি অবৈতনিক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্র ‘কিরণ’

রাজগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি: পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকে পাঁচটি অবৈতনিক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্র ‘কিরণ’ চালু করা হল।এ নিয়ে ব্লকে মোট ১৮টি ‘কিরণ’  চালু হল।


এদিন সুখানি গ্রাম পঞ্চায়েতের নিতাইবৈরাগী পাড়া, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি, পানিকৌরী গ্রাম পঞ্চায়েতের থাকেপাড়া, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এবং সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জামাদারগছ গ্রামে এই স্কুল চালু করা হয়।

জানা গিয়েছে, স্কুলগুলিতে শিক্ষক হিসাবে পড়াবেন এলাকার শিক্ষিত বেকার যুবরা।স্কুলগুলির উদ্বোধন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি।তিনি বলেন, ২০১৮ সাল থেকে এই কিরণ স্কুল শুরু করা হয়।জেলার বিভিন্ন ব্লকে এই স্কুল করা হচ্ছে।শুধু রাজগঞ্জ ব্লকেই ১৮ টি স্কুল করা হল।আরও অনেক স্কুল করার লক্ষ্যমাত্রা রয়েছে।চা বাগান ও প্রত্যন্ত এলাকার যেসব গরীব পরিবার তার সন্তানদের টিউশন পড়াতে পারেন না মূলত সেই সব শিশুদের জন্য এই স্কুল।জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের ভাতা এবং পঠন-পাঠনের খরচ বহন করা হবে।


এদিনের অনুষ্ঠানে ওই স্কুলগুলির জন্য খাতা-কলম, দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, হেলমেট বিতরণ এবং রাজগঞ্জের দুইটি ক্লাবকে ক্রিকেট বল ও ব্যাট দেওয়া হয়।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত, ডিএসপি (হেডকোয়ার্টার) প্রদীপ সরকার, সিআই (সদর) দীপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জ থানার ওসি কেসাং লামা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *