রাজগঞ্জ কলেজে সেমিনারের আয়োজন

রাজগঞ্জ, ২১ জানুয়ারিঃ রাজগঞ্জ কলেজের সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন সেল এবং ইন্টার কমপ্লেইন সেলের উদ্যোগে যৌন হেনস্থা এবং মানব পাচার নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হল।


মঙ্গলবার রাজগঞ্জ কলেজের সভাকক্ষে এই সেমিনার করা হয়। যৌন হেনস্থা এবং মানব পাচার কিভাবে ঘটে  তা কলেজের পড়ুয়াদের অবগত করাতেই এই সেমিনার । ওই অপরাধীর জন্য আইনে কি কি শাস্তির ব্যবস্থা রয়েছে এবং  ভুক্তভোগীরা বিশেষ করে মহিলা ও শিশুরা কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাবে সেব্যাপারেও আলোচনা করা হয় । 

এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডের সিনিয়ার পাবলিক প্রসিকিউটর সান্তা চট্টোপাধ্যায়, বেলাকোবা লিগ্যাল এইড ক্লিনিকের সম্পাদক দেবাশিস ঘোষ, কলেজের প্রিন্সিপাল ডঃ হরপ্রসাদ মিশ্র, কলেজের পরিচালন সমিতির সভাপতি লৈখ্যমোহন রায়, রাজগঞ্জ থানার ওসি কেসাং লামা প্রমুখ । 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *