রাজগঞ্জের বিভিন্ন জায়গায় মহাসমারোহে পালিত হল করম পূজা

রাজগঞ্জ, ২৬ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের বিভিন্ন জায়গায় মহাসমারোহে পালিত হল আদিবাসী সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব করম পূজা।


রাজগঞ্জ ব্লকের ফটিঙ্গা লাইন, সরস্বতীপুর সহ বিভিন্ন চা বাগান এলাকায় করম পূজার আয়োজন করা হয়।সোমবার সকাল থেকেই অদিবাসী সম্প্রদায়ের মানুষরা ধামসা-মাদলের তালে উৎসবে মেতে ওঠেন।সোমবার গভীর রাত পর্যন্ত চলে এই করম পূজা।

জানা গিয়েছে,আদিবাসী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল করম পূজা।এই দিনে বোনেরা তাদের ভাইয়ের জন্য উপবাস করে এবং তার দীর্ঘায়ু কামনা করে। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে করম পুজো করা হয়। প্রত্যেক বছরের মত সোমবারও রাজগঞ্জের বিভিন্ন যায়গায় মহাসমারোহে এই করম পূজা অনুষ্ঠিত হয়।


এই বিষয়ে সাগর ওঁরাও বলেন, আমাদের আদিবাসীদের মূল পূজা হল করম পূজা। ভাদ্র মাসের একাদশীতে করা হয়। ফটিঙ্গা লাইনে ৯ বছর ধরে পুজা হয়ে আসছে। প্রচুর লোকের সমাগম হয় এই পূজাকে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis