আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জে জোটে লড়বে কংগ্রেস ও সিপিএম

রাজগঞ্জ, ১০ এপ্রিলঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জে জোটে লড়বে কংগ্রেস ও সিপিএম।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত নাগ ও সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য মজিদুল হক।


এই বিষয়ে কংগ্রেসের ব্লক সভাপতি দেবব্রত নাগ বলেন, কংগ্রেস ও সিপিএম একজোট হয়ে বর্তমান রাজ্যের শাসকদল ও  বিজেপি দলকে রাজগঞ্জ থেকে উৎখাত করতে আমাদের এই জোট। রাজগঞ্জ বিধানসভার আটটি অঞ্চলে একজোট হয়ে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে লড়াই করা সিদ্ধান্ত নিয়েছি। এই আটটি অঞ্চলে প্রায় ১৬৯ টি গ্রাম পঞ্চায়েত, ২৪টি পঞ্চায়েত সমিতি ও ২টি জেলা পরিষদে প্রার্থী দিয়ে আসন্ন নির্বাচন লড়বো। আমরা এই নির্বাচনে ভালো ফলাফলে জয় লাভ করবো।

অন্যদিকে এরিয়া কমিটির সদস্য মজিদুল হক বলেন, আমরা সিপিএম ও কংগ্রেস একজোট হয়ে আসন্ন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া অন্যান্য ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে আলোচনা করছি যাতে তারাও আমাদের এই জোটে সামিল হয়ে বর্তমান শাসকদল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কমিটি গঠন করা হচ্ছে। আর যার যেখানে শক্তি বৃদ্ধি আছে সেখানে সর্বসম্মতভাবে স্বচ্ছ ও আগামীদিনে মানুষের জন্য কাজ করবে তাদের আমরা প্রার্থী করবো।


এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, কংগ্রেসের রাজগঞ্জ ব্লকের সহ-সভাপতি মোশারফ হোসেন, ইনটাকের ব্লক সভাপতি জিতেশ রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis