রাজগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ স্বাধীনের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করল বিএসএফ 

রাজগঞ্জ, ১৮ নভেম্বরঃ বাংলাদেশ স্বাধীনের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করল ১৯৫ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ। বৃহস্পতিবার রাজগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের ১৯৫ নম্বর ব্যাটেলিয়ান চাউলহাটি বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানটি করা হয়। 
বিএসএফ সূত্রে জানা যায়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের হয়ে লড়েছিল বিএসএফ। সেই স্বাধীনতার এবছর ৫০তম বর্ষ। সেসময় বিএসএফের তরফে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা বৃহস্পতিবার প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ১৯৫ ব্যাটেলিয়ান বিএসএফের কোম্পানি কমান্ড্যান্ট সুনীল কুমার,  সেকেন্ড ইন কমান্ড সুনীল উপাধ্যায় প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *