বন্ধ রাজগঞ্জের করতোয়া সেতু, সেতু মেরামতের উদ্যোগ নেই প্রশাসনের-সমস্যায় মানুষ  

রাজগঞ্জ, ১৯ মার্চঃ ফাটলের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা যাওয়ায় রাস্তায় করতোয়া সেতু।প্রায় তিন মাস হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে সেতু মেরামত করার কোনো উদ্যোগে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।ফলে সমস্যায় সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।


জানা গিয়েছে, প্রায় তিনমাস আগে গজলডোবা যাওয়ার রাস্তায় রাজগঞ্জের সিমুলগুড়ি এলাকায় তিস্তা ক্যানেলের পাশে করতোয়া নদীর সেতুতে ফাটল দেখা দেয়।এরপর তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে সেই সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।কিন্তু কয়েকমাস হয়ে গেলেও মেরামতের কোনো উদ্যোগ নেই প্রশাসনের এমনটাই অভিযোগ স্থানীয়দের।এদিকে সেতু বন্ধ করে দেওয়ায় কয়েক কিলোমিটার পথ ঘুরে আমবাড়ি হয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে।আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সেই সেতুর পাশ দিয়ে যাচ্ছেন।যারফলে বাড়ছে বিপদ।

এর আগে সেতুর দাবীতে পথ অবরোধ করার পর আশ্বাস মিললেও সেই কাজ এখনও শুরু হয়নি।শীঘ্রই প্রশানের কাছে সেতু মেরামতের  দাবী জানান স্থানীয়রা।


এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ফোনে জানান, আমরা এই সেতুর বিষয়ে বিভিন্ন দপ্তরের জানিয়েছি। খুব শীঘ্রই যাতে সেতুর কাজটি শুরু করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *