কোচবিহারে রাজনৈতিক সভায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক অমিত শাহ

কোচবিহার,১১ ফেব্রুয়ারিঃ বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দানে রাজনৈতিক জনসভায় যোগ দেন তিনি।জনসভা শেষে রথযাত্রার সূচনা করেন তিনি।


এদিনের জনসভায় রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন অমিত শাহ।তিনি বলেন, ‘মোদীজি তাঁর সব কা সাথ,সব কা বিকাশ— এই মন্ত্রে সারা দেশের উন্নয়ন করছেন’।

তিনি আরও বলেন, ‘মমতাদিদি একজন বিফল মুখ্যমন্ত্রী।সময় এসেছে তাঁকে বদলে দেওয়ার।আপনারা এমন সরকার বাংলায় বানাবেন না, যারা সারাক্ষণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে।মোদীজির হাতে বাংলাকে তুলে দিন।পাঁচটা বছর মোদীজিকে দিন।কথা দিচ্ছি, পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা বানিয়ে দেখাব।’ 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar