পরিবারের আর্থিক অনটন, রাজ্যে সপ্তম ধূপগুড়ির স্মরণ

জলপাইগুড়ি, ১৯ মেঃ বাবা সোনার দোকানে কাজ করেন।অভাবের সংসার।রাজ্যে সপ্তম স্থান অধিকার করলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ধূপগুড়ির স্মরণ।  


মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে ধূপগুড়ির স্মরণ দেবনাথ।জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বৈরাতীগুড়ি হাইস্কুলের ছাত্র স্মরণ।বাড়ি ধূপগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীতে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬।স্মরণের  সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ  জলপাইগুড়ি জেলার বাসিন্দারা।

স্মরণ জানায়, আশা ছিল এমন ফল হবে।৬-৭ ঘণ্টা পড়াশোনা করতাম।পড়াশোনা ছাড়াও কুইজ ভালো লাগে।এছাড়া ক্রিকেট ও ফুটবল খেলতে ভালো লাগে।এই ফলাফলের জন্য গৃহ শিক্ষকদেরও অবদান রয়েছে।রেজাল্ট বেরোনোর পরই সকলেই শুভেচ্ছা জানাচ্ছে তাতে ভালো লাগছে।


ছেলের এমন সাফল্যে খুশি মা।স্মরণের মা জানায়, ছেলে এমন ফল করবে আশা ছিল।খুব ভালো লাগছে।স্কুলেও প্রথম ও দ্বিতীয় হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *