কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে রাজ্যকে নিশানা করলেন কেন্দ্রীয় তপশিলী কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার

শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে ফের রাজ্যকে নিশানা করলেন কেন্দ্রীয় তপশিলী কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন তিনি।


এদিন যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপশিলী কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার জানান, ‘উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটলো, এক নাবালিকার মেয়ের উপর যেভাবে অত্যাচার হল আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা দিল্লী থেকে এখানে চলে আসলাম কিন্তু রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা কেউ আসেনি।আইজিপি, এসপি,  ডিএম কে উপস্থিত থাকতে বলা হলেও তারা আসেননি।এমনকি কেসের আইও অফিসার ছিলেন না।এই গোটা  ঘটনা পূর্বপরিকল্পিত।পরিকল্পনা করে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে কালিয়াগঞ্জের আইসি ও উত্তর দিনাজপুরের পুলিশ সুপারকে সাসপেন্ড করার আর্জি কমিশনের কাছে জানাবেন বলে জানান তিনি’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *