শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ রামমন্দির স্থাপনের পর থেকে রাজনৈতিক তরজা কম হয়নি৷রামমন্দিরকে কেন্দ্র করে গোটা দেশে বিজেপি প্রচার চালাচ্ছে বলে বিরোধীদের অভিযোগ।আর এরই মাঝে ভগবান রামের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্টুনের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়লো শিলিগুড়িতে।
শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে ভগবান রাম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুনের পোস্টার লাগানো হয়েছে।১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে এই পোস্টার লাগানো হয়েছে।পোস্টারটির মাধ্যমে নিজের ক্ষমতায় বিজেপিকে নির্বাচনে লড়ার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস।
আর এই পোস্টার ঘিরে শনিবার সকাল থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।পোস্টারটি প্রকাশ্যে আসতেই এদিন ক্ষুব্ধ হন বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি’র কর্মী সমর্থকেরা।
ভগবান শ্রীরামের কার্টুন বানিয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রীকে জুড়ে নিকৃষ্টমানের রাজনীতির পরিচয় দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ উঠছে।