ফোন করলেই শোনা যাচ্ছে করোনা নিয়ে অমিতাভ বচ্চনের সতর্ক বার্তা।তবে তার এই সতর্কতা শুনতে শুনতে তিতিবিরক্ত দেশবাসী।দরকারি ফোন করার সময় তাঁর ভারী গলায় মিনিট দেড়েকের ওই কলার টিউনটি অনেককেই বিরক্ত করে তুলছে।অবশেষে অমিতাভ বচ্চনের গলায় এই কলার টিউন সরানোর আবেদনে দিল্লী হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। দাবি, করোনা থাকুক বা যাক, সচেতনতা টিউন এখনই সরাতে হবে।
জানা গিয়েছে, দিল্লীর বাসিন্দা রাকেশ একজন সমাজকর্মী।তিনি দিল্লী হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন।তাঁর আবেদনে বলা হয়েছে, জনগণকে সচেতন করতে সরকার অমিতাভ বচ্চনকে দিয়ে এই সতর্কতামূলক কলারটিউন রেকর্ড করিয়েছে। যদিও অভিনেতা নিজে এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও এই করোনা থেকে বাঁচতে পারেননি।এছাড়াও অমিতাভ বচ্চন এর মাধ্যমে দেশকে কোনও সেবা দিচ্ছেন না। ভারত সরকার এই কলার টিউনের জন্য তাঁকে পারিশ্রমিক দিয়ে চলেছে।অথচ যাঁরা প্রকৃত করোনা যোদ্ধা তাঁদের উপেক্ষা করা হচ্ছে।তাঁরাই এই সঙ্কটের মুহূর্তে খাবার, পোশাক ও আশ্রয় নিয়ে গরিবের পাশে দাঁড়িয়েছেন।
আজ দিল্লি হাইকোর্টের ২ বিচারপতি ডিএন প্যাটেল ও জ্যোতি সিংহের এজলাসে কলার টিউন সংক্রান্ত এই মামলাটির শুনানির কথা ছিল।কিন্তু শুনানি ১৮ তারিখ পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে।